পাবনার ভাঁড়ারার নলদহ নতুন পাড়া গ্রামে বাবু শেখ হত্যার তিন মাস পর আরেক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে এক প্রেস রিলিজে এতথ্য জানান র্যাবের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী। এর আগে আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়, এসব মিলিয়ে এ মামলায় মোট গ্রেফতার তিন।
সদ্য গ্রেফতারকৃত হলেন, এ মামলার অন্যতম আসামি গয়েশপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আসলাম প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক (৩৬)।
র্যাবের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মনোয়ার হোসেন চৌধুরী জানান, সাদ্দাম এ মামলার তদন্তে প্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৮ জুন রাত সাড়ে ৮টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদহ নতুনপাড়া বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন বাবু শেখ ওরফে ডাক বাবু । এ অবস্থায় মোটরসাইকেলে করে এসে একদল সন্ত্রাসী প্রকাশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা বাবুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করলে এর আগে দুজনসহ মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।