নাটোরের সিংড়ায় দুই ডায়াগস্টিক সেন্টারকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ ও জননী ডায়াগনস্টিক সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।
মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সিংড়া ডায়াগনস্টিক সেন্টারে তাপমাত্রা সংরক্ষণ না করায় সেখান থেকে ছয় বক্স রিএজেন্ট কীট জব্দ করে ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, সেনা বাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুর রাজ্জাক, স্যানেটারী ইন্সপেক্টর আবু সাইদ, পেশকার মো. শফিউল ইসলাম প্রমুখ।