পাবনার ভাঙ্গুড়ায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্কাস আলীর ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মডেল মসজিদ হল রুমে মিলাদ মাহফিল ও আলোচনা সভা খুতবা বই বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর পুত্র সালেহ আহাম্মদ সবুজ এ আয়োজন করেন। উক্ত দোয়া মাওফিলে সভাপতিত্ব করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আমিনুল হক মিয়াজী। এসময় বক্তব্য দেন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ উজ্জল হোসেন, ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেম হাফেজ আলামিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার হাফেজ জোবায়ের আহাম্মদ, মডেল কেয়ার টেকার মাওলানা আসিকুর রহমান, সাধারণ কেয়ার টেকার মাওলানা আশরাফ আলী, মাওলানা আবদুল্লাহ, গণ শিক্ষার শিক্ষক মাওলানা রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম এবং সাংবাদিক বৃন্দ। আলোচনা ও দোয়া শেষে ৬৪ জন ইমামের হাতে খুতবার বই হস্তান্তর করা হয়। সার্বিক সহযোগিতা করেন ইসলামিক ফাউন্ডেশন।
বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী ২০২৩ সালের ২৮ আগষ্ট ভাঙ্গুড়ার সুজাপাড়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তার পূত্র একজন সুনামধন্য দলিল লেখক।