আটঘরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ গোলজার হোসেন দীর্ঘ দিন অসুস্থ থাকার কারণে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
রবিবার(২৫ আগষ্ট) সকালে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দলীয় পদ থেকে লিখিতভাবে জানিয়ে অব্যাহতি নেন গোলজার হোসেন।
আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদকের কাছেও অব্যাহতি পত্রের অনুলিপি পাঠিয়েছেন বলে তিনি জানান।
অব্যাহতিপত্রে তিনি উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কর্মব্যস্ততার কারণে রাজনৈতিক মাঠে অনুপস্থিতিতে দলের ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এতে দলের বৃহত্তর স্বার্থে তিনি আটঘরিয়া পৌর আওয়ামী লীগের আহবায়ক পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।