সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর ও দোয়া অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় নবীন-প্রবীণ কবি, সাহিত্যিক ও লেখকদের নিয়ে সাহিত্য আসর হয়েছে। রোববার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের উদ্যোগে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয় এবং বাংলাদেশের বন্যায় দুর্গতদের কষ্ট লাঘবের জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়।

সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সিংড়া প্রেস ক্লাবের সভাপতি, চয়েন বার্তার সম্পাদক মোল্লা মো. এমরান আলী রানা।

এসময় স্ব-রচিত কবিতা পাঠ করেন প্রবীণ কবি আজাহার আলী, কবি আবুল হোসেন, জয়নাল আবেদীন, কবি মাহবুব এ মান্নান, প্রভাষক আইয়ুব আলী, কবি রাজ কালাম, ওমর ফারুক, কবি মোঃ ইমরান, আউয়াল, কবি প্রত্যয়, রিক্তা বানু লেখক কবির হোসেন, এনামুল হক, কাওছার আহমেদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কন্ঠ প্রতিনিধি সৌরভ সোহরাব, সাংবাদিক রইচ উদ্দীন টুটুল, দেশ রুপান্তর প্রতিনিধি আবু জাফর সিদ্দিকী, সময়ের আলো প্রতিনিধি শহিদুল ইসলাম সুইট, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আলিফ বিন রেজা, দৈনিক ডাকবেলা প্রতিনিধি কাবিল উদ্দিন কাফি, সাংবাদিক শোভন আহমেদ সাদ্দাম, ইব্রাহিম, ছাত্র নোমান ফয়সাল, সজিব সরদার প্রমুখ। সাহিত্য আসর শেষে দেশের সমসাময়িক সকল সমস্যাসহ বন্যাকবলিত মানুষের জন্য দোয়া পরিচালনা করেন মুফতি জাকারিয়া মাসউদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর