সোনালী আঁশে সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা জেলার আটঘরিয়া উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট
ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় “পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ” ২০২৪ ২২ আগষ্ট বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদের(নিচতলায়) আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশীদ, মুখ্য পরিদর্শক আব্দুল কুদ্দুস,
আটঘরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সজীব আল মারুফ, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা।
জানা গেছে, উক্ত প্রশিক্ষণে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫ জন পাটচাষী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। এসময় চাষিদের প্রত্যেকেই একটি করে উন্নতমানের পাটের ব্যাগ ও সম্মাননা প্রদান করা হয়।