শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হরিপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক  মোঃ মকবুল হোসেনের দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে মানববন্ধন করেছে অত্র এলাকার সর্বস্তরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
রবিবার  (১৮- আগস্ট) সকাল সাড়ে ১১টায় হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন হয়েছে।
এ ছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে  হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। এতে নাগরিক সেবা থেকে বঞ্চিত স্থানীয় জনসাধারণ।
এ সময় বক্তারা বলেন, গত ১৩ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে রয়েছে। এজন্য ইউনিয়নের মানুষ নাগরিক সেবা দুর্ভোগের মধ্যে আছেন।
তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর