পাবনার চাটমোহর রঙ তুলির আঁচড়ে পৌর শহরের বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্র।
দেয়ালে দেয়ালে শোভা পেল আবু সাইদ, মুগ্ধসহ অসংখ্য নিহতদের প্রতিচ্ছবি। রং তুলির আঁচড়ে শোভা পেল এক নতুন দেশের প্রতিচ্ছবি।
উপজেলার একমাত্র অংকন স্কুল ‘চিত্রগৃহ চাটমোহর’ এর শিক্ষার্থীরা শনিবার (১৭ আগস্ট) ও আগের দিন শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন করে।
ছবিগুলো আঁকতে গিয়ে এ সময় অনেক শিক্ষার্থী আবেগতাড়িত হয়ে পড়ে। জামিয়া শান্তা, সঞ্চারী হক, দেবলিনা সাহা, তমজিত কর্মকার, তনিকা কর্মকার, বৈশাখী, শেখ ফাল্গুনী, তানহাসহ চিত্রগৃহ চাটমোহরের অসংখ্য শিক্ষার্থী বর্ণনা করেন ছাত্রদের ওপর বর্বোরোচিত হামলার সেই ঘটনার কথা।
পথচারী, শ্রমজীবি মানুষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের লোকজন শিক্ষার্থীদের এই দেয়াল অংকনের ভূয়সী প্রশংসার করছেন। এ সময় সন্তানদের পাশে থেকে উৎসাহ দিয়ে যান অভিভাবকরাও।
শেখ জিয়ারুল হক সিন্টু ও আসাদুজ্জামান লেবু নামের দুই অভিভাবক বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশ নতুন প্রজন্মের হাত ধরে নতুন করে স্বাধীন হয়েছে। তাদের এই আয়োজনে সন্তানদের সেই হাত ধরে আজকে আমরাও সামিল হয়েছি। আমরাও নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের উৎসাহ দিতে চাই।
চিত্রগৃহ চাটমোহরের ব্যবস্থাপনা পরিচালক জেমান আসাদ বলেন, দেশের ছাত্র সমাজের যে অভূতপূর্ব অর্জন, কিশোর-কিশোরীরা রঙ তুলিতে সে অর্জনের স্মারক রেখে দিল চাটমোহরের বিভিন্ন দেয়ালে। তারা সেই চেতনায় সামিল হয়েছে, যে চেতনায় গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আমাদের প্রত্যাশা নতুন বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য।