পাবনা ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক দশ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:সানাউল মোর্শেদ ও ফরিদপুর থানা অফিসার ইনর্চাজ মো: হাফিজুর রহমান।
মজ্ঞলবার (১৩ আগষ্ট) সকাল ৯. ০০ টার দিকে ভি আই পি ট্রান্সপোর্ট এজেন্সির ঢাকা মেট্রো-ট ২৪-৩৭৬৬ একটি মাল বাহি ট্রাকে ১৯ টি বস্তায় মো: শাহ আলম, সোহেল রানা,জগন্নাথ হলদার,বিপল্ব কুমার,দীপ্ত হলদার,রুপ,মানিক,তাওহিদ বাবর,সিহাব,মনিরুল, বিধানসহ বেশ কয়েক জনের এই চায়না দুয়ারী জাল পুলিশের এক বিশেষ অভিযান করে তথ্যটি নিশ্চিত করেন এস আই মো: শহিদুল ইসলাম।
জব্দ করা নিষিদ্ধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সানাউল মোর্শেদ, ফরিদপুর থানা অফিসার ইনর্চাজ মো: হাফিজুল ইসলাম,তদন্ত অফিসার তানভির আহমেদ (এসআই) মো: শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও সাংবাদিক বৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এই ফরিদপুর উপজেলায় চায়না দুয়ারি জাল যেন বিস্তার লাভ করতে না পারে সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং যেন শূন্য কোঠায় নামানো যায় সেই দিকে কাজ করছি।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে থানা অফিসার ইনর্চাজ মো: হাফিজুর রহমান বলেন,পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চায়না দুয়ারি জাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষায় ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।