শেখ হাসিনা সরকার পতনের আটদিন পর সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কার্যক্রম শুরু করেছে ট্রাফিক পুলিশ ও শিক্ষার্থীরা। ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করতে বিভিন্ন সড়ক ও মহাসড়কে শিক্ষার্থীদের দেখা গেছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড়, শহরের আলহাজ্ব মোড়, পোস্ট অফিস মোড়, রেলগেট মোড়, চাঁদ আলী মোড় ও ঈশ্বরদী বাজার এলাকা ঘুরে ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কাজ করতে দেখা গেছে। ঈশ্বরদীর জনগুরুত্বপূর্ন সড়ক ও মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের দায়িত্বপালন করতে দেখে সন্তোষ্ট প্রকাশ করেছেন যানবাহনের চালক ও জনসাধারণ। আর ট্রাফিক পুলিশও রাস্তায় দায়িত্ব পালন করায় আরও বেশি স্বস্থি অনুভব করছেন বলেও পরিবহনের চালকরা জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈশ্বরদী শাখার সমন্বয়ক তাসনিম মাহবুব প্রাপ্তি ও ফজলে রাব্বি সিয়াম বলেন, ট্রাফিক পুলিশের অনুপস্থিতির কারণে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। ট্রাফিক পুলিশ পুরোপুরি কাজ শুরু করলে ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের তুলে অন্য কাজে লাগানো হবে। তারা আরও বলেন, ট্রাফিক পুলিশ চাইলে শিক্ষার্থীরা তাদের সঙ্গেও সড়কে কাজ করবেন বলে জানান। ঈশ্বরদী ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সরকারের নির্দেশে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে। শিক্ষার্থীরা যদি মনে করে ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করবে তাহলে করতে পারবে। এই ক্ষেত্রে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের নিষেধ নেই।