শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১১ আগস্ট, ২০২৪, ৪:০৭ অপরাহ্ণ

সাড়া দেশ জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-লুটপাট বসতবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ব্যানারসহ বেশ কয়েকটি ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। রোববার (১১ আগষ্ট) সকালে বিক্ষোভ মিছিলটি শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দিরের সামনে থেকে বের হয়ে শহরের আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে এসে শেষ হয়।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পূঁজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ ভদ্র, হিন্দু মহাজোটের সভাপতি আশিস বসাক, সুস্মিতা ঘোষ, থানা পূজা উদযাপনের নেতা দীপংকর জিতুসহ আরও অনেকে।
সমাবেশে বক্তারা ৭ দফা দাবি জানিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। আমরা সবাই বাঙালি তাহলে কেন বার বার আমরা বৈষম্যের স্বীকার হবো। তারা বলেন, বৈষম্যে বিরোধী ছাত্র আন্দলনে ছাত্র-জনতা সবাই মিলে এ দেশ স্বাধীন করেছে তাহলে কেন সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা-নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট বসতবাড়ি ও উপাসনালয়ে অগ্নিসংযোগ করা হলো? এ জঘন্য ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিচার দাবি করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর