চলমান পরিস্থিতে দেশের অস্থিরতা মুহুর্ত কাটিয়ে পুলিশের মহা পরিদর্শকের নির্দেশে বাংলাদেশ পুলিশ আবারও তাদের কার্যক্রম শুরু করেছে।এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশ কর্মস্থলে ফিরেছে।গতকাল শনিবার দুপুরে পুলিশের পুর্নাঙ্গ কার্যক্রম আবার শুরু হয়েছে বলে সাংবাদিকদের জানান,সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।সেনাবাহিনীর সহযোগীতায় পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। ওসি এনামুল হক বলেন,আমাদের অপারেশন কর্মকান্ড আবার শুরু হয়েছে।আমরা আমাদের কর্মকান্ডে ফিরে এসে সুষ্ঠ কার্যক্রম আবার শুরু করেছি।ছাত্র-জনতার গণঅভ্যুথানে গত ৫ আগস্ট
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর ঘটনায় দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে আমরা বেশ কয়েকদিন আতঙ্কের মধ্যে দিন পার করেছি।তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন,সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ক্যাপটেন আচমা খাতুন, র্যাব -১২ অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন, সলঙ্গা থানা বিএনপির সদ্য কারামুক্ত সভাপতি মতিয়ার রহমান,সাধারন সম্পাদক আব্দুল আলিম,সহ সভাপতি দুলাল উদ্দিন আহমেদ,সাংবাদিক,বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একাংশ।