কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার পতনের দাবিতে রাজধানীসহ বিভিন্ন জেলায় আন্দোলন করেছিলো সাধারণ শিক্ষার্থীরা। এখন তারাই এক সঙ্গে একত্রিত হয়ে দেশকে আবার পুনরায় সাজিয়ে তোলাই মেতে উঠেছে। রাস্তায় জমে থাকা ইটপাটকেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানেও নেমেছে তারা। পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও।
শনিবার পাবনা ফরিদপুর উপজেলায় এমন দৃশ্য দেখা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর উপজেলা বাজারে শিক্ষার্থীরা রাস্তা ও বিভিন্ন স্থাপনার সামনে পরে থাকা ময়লা আর্বজনা পরিষ্কার করছে। মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু নিয়ে তারা রাস্তায় নেমেছে। কেউ কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো সংগ্রহ করে পৌর ময়লার গাড়িতে ফেলছে।
শিক্ষার্থীরা জানায়, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ এলাকায় উদ্যোগী হয়ে সমন্বয় করে কাজ করছে। আমরাও আমাদের ফরিদপুর উপজেলাকে একটি সুন্দর পরিবেশ ফিরানোর জন্য কাজ করছি। তারা চাচ্ছে পৌর পরিচ্ছন্নতাকর্মীদের ওপর যেন বাড়তি চাপ না পড়ে। সুশৃঙ্খল সড়ক তৈরিতে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও করছে তারা। ফরিদপুর সিবি হাইস্কুলের পাশে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ওয়ালে তারা বিভিন্ন শিক্ষা মুলুক স্লোগান লিখছে।
নাহিদ ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ‘দেশ আমাদের সবার, দায়িত্বও আমাদের নিতে হবে। নতুন করে সবাই মিলে দেশটাকে গড়তে চাই।
শিক্ষার্থীদের কর্মতৎপরতার বিষয়ে পথচারী মো: সোহেল রানা ও কামরুজ্জামান,বলেন, ‘আমাদের ফরিদপুরে ছাত্র ছাত্রীদের এমন উদ্দেগ্য আমাদের নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে। তাদের এসব কাজ দেখে আমি তাদের সালাম জানাই। এতে প্রতিটি মানুষের মধ্যে নতুন করে দেশ নির্মাণের প্রেরণা সৃষ্টি হচ্ছে।’