পাবনা সদর উপজেলার মজিদপুর মধ্যে পাড়া গ্রামে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাত দলের সদস্যরা বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রয়োজনী জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এত প্রায় চার লাখ টাকা ক্ষতি হয়েছে।
জানা গেছে, সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর মধ্যে পাড়া গ্রামের সৈয়দ হাবিবুর রহমান বাড়িতে সম্প্রতি রাতে ১০ থেকে ১৫ জনের ডাকাত দলের সদস্যরা হেলমেট পড়ে ধারালো অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে
ঘরের দরজা জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে নগদ ২০ হাজার টাকা, ৩ টি মোবাইল, স্বর্ণালংকার, ফ্রীজ, পেশার কুকার সহ প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এতে তার প্রায় ৪ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।
ক্ষতি গ্রস্থ হাবিবুর রহমান জানান, ১০-১৫ জন মোটরসাইকেল যোগে এসে বলে সবাইকে গুলি কর। ভয়ে আমরা সবাই বাড়ির পিছন দিয়ে পালিয়ে যাই।
এমুহূর্ত মধ্যে তারা অস্ত্র নিয়ে ঘরের মধ্যে ৃঢুকে নগদ টাকা, স্বর্নালংকার সহ জিনিসপত্র লুটপাট নিয়ে যায়। তবে এলাকাবাসী বলছে এঘটনার পর থেকে আমরা ডাকাত আতংকের মধ্যে বসবাস করছি।