পাবনার ঈশ্বরদীতে বিজয় ও আনন্দ মিছিল এবং মতবিনিময় সভা শেষে মিষ্টি মুখ করানো করেছে ছাত্র-জনতার মাঝে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগে বাধ্য হওয়ায় বিজয় ও আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা। বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে ঈশ্বরদীতে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশনায় লাল সবুজরে জাতীয় পতাকা হাতে নিয়ে ছাত্র-জনতার বিজয় মিছিলটি বের করে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা ও বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার জনতার অংশ গ্রহনে বিজয় ও আনন্দ মিছিলটি শহরের রেলগেট থেকে বের করা হয়। র্যালি শহরের পাবনা-দাশুড়িয়া মহাসড়কের পোস্ট অফিস হয়ে হাসপাতাল রোড, কলেজ রোড, চাঁদ-আলী রোড ও স্টেশন রোড হয়ে রেলগেটে এসে পথ সভায় মিলিত হয়। সভায় বক্তারা শেখ হাসিনার গ্রেফতারসহ শাস্তি দাবী করে বলেন, ছাত্র-জসতার আন্দোলনে হাজারো শিক্ষার্থী ও জনতার রক্তের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাদের ঋণ কখনোই শোধ করা যাবে না। এসব শহীদদের ভুলে যাওয়া যাবে না। তাদের পরিবারের খোঁজ খবর নিতে হবে। নিজেদের অবস্থান থেকে অবশ্যয় তাদের পরিবারের জন্য কিছু করতে হবে। একই সঙ্গে নতুন স্বাধীনতা আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।