শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় মুখোশ পড়ে দূর্ধর্ষ ডাকাতি প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট

আটঘরিয়া প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:৪৬ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে ডাকাত দলের সদস্যরা নগদ ৭ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় আসবা পত্রসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।
মঙ্গলবার(৭ আগষ্ট) দিবাগত রাত ১টার দিকে আটঘরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের উত্তরচক গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক ব্যবসায়ী শ্যামল চন্দ্র সরকার জানান, হাফ পেন্ট ও মুখোশ পরিহিত ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র ডাকাত দল প্রথমে রাত একটার দিকে আমার বাড়ির প্রধান গেট ভেঙে বাড়ির সবাই অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ লাখ টাকা দাবি করেন। এসময় আমি টাকা দিতে অস্বীকার করলে বাড়ির চারটি রুমের দরজা কুপিয়ে তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে সিন্দুক ভেঙে নগদ ৭ লাখ টাকা, স্বর্ণালঙ্কার, একটি মোটরসাইকেল, টেলিভিশন ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়।
শ্যামল কুমার সরকার আরও জানান, যাওয়ার সময় ডাকাত দল বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। ডাকাত দলের সদস্যরা তাদের ব্যবহৃত একটি কুড়াল, একটি চাপাতি সহ পেট্রোলের জার্কি ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহারুল ইসলাম জানান, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর