সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় স্কাউটস মাঠে নেমেছেন পরিচ্ছন্নতা অভিযান চালাতে। ভাঙ্গুড়ায় বিভিন্ন স্থানে এ অভিযান চালান উপজেলা স্কাউটস ভাঙ্গুড়া এর সদস্যরা। এ সময় যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে ভাঙ্গুড়া পৌর শহরের বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি।
ভাঙ্গুড়া পৌর শহর ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন স্কাউটস সদস্যরা। ভাঙ্গুড়া পৌর সদরের শিশু কুঞ্জ সংলগ্ন বিজয় চত্বর মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন উপজেলা স্কাউটস ভাঙ্গুড়া এর বিভিন্ন ইউনিটের সদস্যরা। সাবেক রাষ্ট্রদূত এম হোসেন আলী মুক্ত মহা স্কাউটস গ্রুপের সভাপতি ও উপজেলা স্কাউটের সম্পাদক স্কাউটার মোফাজ্জল হোসেন, এ এল টি গ্রুপ সম্পাদক স্কাউটার মো: গোলাম রাব্বি, সহকারী ইউনিট লীডার স্কাউটার রাফি আহমেদ পিএস, সহকারী ইউনিট লিডার সৈকত আহমেদ, সিনিয়র উপদল নেতা ওমর ফারুক, সহকারী সিনিয়র উপদল নেতা সিফাত সায়িম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল স্কাউটস গ্রুপের ইউনিটের সভাপতি ও উপজেলা স্কাউটস এর কোষাধ্যক্ষ আব্দুল হাকিম, গ্রুপ ইউনিট লীডার অনিক হাসান, গ্রুপের গার্লস- ইন- স্কাউটস সদস্য মারজিয়া, তাসনিম, লিমা, শর্মি, জ্যোতিসহ বেশ কয়েকজন স্কাউটস সদস্যরা।
এ বিষয়ে উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: নাজমুন নাহার বলেন, ভাঙ্গুড়া উপজেলা স্কাউটস এর অনেকগুলো টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। এর আগে সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রম পরিচালনাও করেন এ স্কাউটস সদস্যরা।
অভিনন্দন ও নিরন্তর শুভকামনা রইল।