শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে ব্যাপক মারপিট

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হককে বেধরক মারপিট করে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার ৭ আগষ্ট সকাল এগারোটার দিকে কড়ইতলা বাজারে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানা গেছে,  ঘটনার দিন সকাল এগারোটার দিকে  মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক প্রয়োজনীয় কাজের জন্য কড়ইতলা বাজারে যায়।
এসময় পূর্বৃ থেকে অৎ পেতে থাকা কুষ্টিয়া পাড়া গ্রামের পলানের ছেলে ফারুক ধারালো অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে অর্তকিত হামলা চালিয়ে বেধরক কিল-ঘুষি, লাথি, ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য কুপানোর চেষ্টা করে।
পরে আরিফ নাম এক পথচারি এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক জানান, কমান্ডার জহুরুল ভাই কড়ইতলা বাজারে তার কাজের জন্য আসলে ফারুক নামক এক ছেলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং  তার হাতে থাকা লাঠি দিয়ে মারধর করে।
ঘটনাটি আসলেই ন্যাক্কার জনক। একজন মুক্তি যোদ্ধার গাঁয়ে হাত দেয়ার অপরাধে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক বলেন, আমি সকালে নিজের ব্যক্তিগত কাজের জন্য কড়ইতলা বাজারে রাস্তা পার হয়ার সময় ফারুক আমাকে লাঠি দিয়ে ব্যাপক জোরে আঘাত করে। মাথায়, বুকে,পিটে ফোলা জখম করে দেয়।
পরে স্থানীয় লোকজন সহযোগিতায় আমি উদ্ধার হয়ে বাড়িতে চলে আসি।
এঘটনায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা এঘটনার তীব্র নিন্দা ও দ্রুত দোষী ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর