সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি-জামায়াত নেতাদের মতবিনিময়

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ

নাটোরের সিংড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১২টায় সিংড়া কেন্দ্রীয় মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, সিংড়া পৌর জামায়াতের আমীর মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, জেলা কর্মপরিষদ সদস্য আফছার আলী, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আলী আকবর, সেক্রেটারী মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম বাবলু, এম এ কবির বাবুল, আবু সাইদ পলাশ প্রমুখ।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক শীতল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক রবিন কুমার কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চাঁন মোহন হালদার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, কেন্দ্রীয় মন্দিরের উপদেষ্টা রাজেন্দ্র প্রসাদ সাহা, সন্তোষ কুমার সাহা, বিজয় কুন্ডু, জয়দেব সাহা, ঝুন্টু সাহা প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় বিএনপি-জামায়াত বিগত দিনের ন্যায় তাদের পাশে রয়েছে। হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য আমাদের দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর