রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন

ই-পেপার

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদির জরুরি বৈঠক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির সঙ্গে জরুরি বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সচিব পিকে মিশ্র, ‘র’ প্রধান রবি সিনহা এবং গোয়েন্দা বিভাগের (আইবি) পরিচালক তপন ডেকা।

বৈঠকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিষয়ে মোদিকে অবহিত করা হয়।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সোমবার শেখ হাসিনা গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন বলে জানা গেছে। এদিন সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি কি সেখানেই থাকবেন নাকি অন্য কোনো দেশে যাবেন, এ বিষয়ে এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার আয়তনের সীমান্ত রয়েছে। সোমবার সীমান্তরেখায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর