বৈষম্যবিরোধী শিক্ষার্থী জনতার আন্দোলনের এক দফা দাবিতে তোপের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে পাবনার আটঘরিয়া উপজেলায় বিজয় মিছিল করছে সাধারণ জনগণ।
প্রধান মন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় উপজেলার বিভিন্ন এলাকায় জামাত বিএনপি সহ সাধারণ ছাত্ররা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে।
৫ আগষ্ট সোমবার আটঘরিয়া বাজার, দেবোত্তর বাজার, সড়াবাড়িয়া বাজার, খিদিরপুর বাজার, পারখিদিরপুর বাজার,
একদন্ত বাজার, জুমাইখিরি, গোবিন্দপুর গ্রামে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় একদন্ত বাজারে মূহুর্তের মধ্যে শত শত জনতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মিষ্টি বিতরণ কালে উপজেলার বিভিন্ন বাজারের সবগুলো দোকানে মিষ্টি শূন্য হয়ে পড়ে বলে একজন দায়িত্বশীল বিএনপি সমর্থক জানান।
বিজয় মিছিল থেকে শেখ হাসিনার পালানো নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মুখর করে তোলে পরিবেশ। আনন্দ উল্লাসে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে সর্বস্তরের জনগণ।