পাবনার আটঘরিয়া উপজেলায় আনসার ভিডিপির উদ্যোগে ফলদ ও বনজ, বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ আগষ্ট) আনসার ভিডিপির দলনেতা ও দলনেত্রীর মাঝে শতাধিক মেহগনি কাঠাল পেয়ারা,সেগুন ও আম গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আটঘরিয়া উপজেলা সহকারি কমশিনার(ভুমি) সানজিদা মুস্তারি। তিনি পরিবেশ রক্ষায় বাড়ির আঙ্গিনা কিংবা পতিত জমিতে সকলকে বৃক্ষ রোপণ করার আহ্বান জানান।
উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয় এবং খাদ্য পুষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষা-সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসেবে আনসার ভিডিপির উপজেলা কার্যালয়ে বৃক্ষরোপণ ও সদস্যও মাঝে চারা বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াসিন, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ আনসার ভিডিপির সদস্য বৃন্দ।