“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সভা কক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি সরকার, দ্বিতীয় হয়েছেন আসমানী আফরিন মৌ, যৌথ ভাবে তৃতীয় হয়েছেন মোনিতা আইরিন রিমি ও মিফতানুল জান্নাত ঐর্শী।
আটঘরিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার শরিফুল ইসলাম, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, সহকারী প্রধান শিক্ষক সহ অনেকেই।
কুইজ প্রতিযোগিতায় শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।