পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে শতবর্ষের পুরাতন শীব ঠাকুর বিশ্বের শান্তি ও মঙ্গল কামনায় নতুন আঙ্গিকে শীব ঠাকুরের নিজস্ব ঘরে পুনঃস্থাপন করা হয়। সোমবার ( ২৯ জুলাই) সকাল ৯ টায় হান্ডিয়াল পশ্চিম পাড়া (মিস্তিরি পাড়া) সন্যাসী কালীচরণ দাস বৈরাগী ও সুন্দরী বালা বৈষ্ণবীর নাতি শীবপদ বৈরাগীর সভাপতিত্বে ও তত্ত্বাবধানে তার নিজ বাড়িতে শীব আশ্রম তৈরি করেন।
এ দিন সকাল থেকে বিকাল পর্যন্ত শীব নবমী তিথিতে শীব ঠাকুরের অভিষেক ও পুনঃস্থাপন অনুষ্ঠানে পুজা অর্চনা করেন পুজারী মধুসূদন চক্রবতী।
উল্লেখ্য, শতবর্ষী এই প্রাচীন স্থাপনা হান্ডিয়ালের জমিদার শ্রীধর গোস্বামী প্রথম স্থাপন করেছিলেন। দীর্ঘ বছর পারিবারিক ভাবে পরিচালিত হয়ে আসলে, এখন শীব ঠাকুরের জন্য পৃথকভাবে আখড়া ( ঠাকুর ঘর) পুনঃস্থাপন করা হয়।
এ সময় এলাকার গণ্য মান্য ব্যক্তি সহ শীব ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।