মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে আগুনে দগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ব্লাস্ট ও লফসের জেন্ডার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত ফরিদপুরে স্কুলছাত্রী হত্যা: ডিবি পুলিশের তদন্তে রহস্য উদঘাটন হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী “প্রশাসনের কড়াকড়িতে স্বস্তি ভাঙ্গুড়ায়” দখলদার ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বদলাচ্ছে চিত্র কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সলঙ্গায় ট্রান্সফরমার প্রতিস্থাপনে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু

ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন এমপি গালিবুর রহমান শরীফ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৩:৩১ অপরাহ্ণ

পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গিবাদী শক্তি বিএনপি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। সরকার সকল নৈরাজ্য মোকাবিলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে। তবে সেই অপশক্তি এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈশ্বরদীর কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে শুরু থেকে তিনি নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন। এজন্য তাঁরা গুজবে কান না দিয়ে সরকার ও তাঁর উপর আস্থা ও বিশ্বাস রেখে, আন্দোলনে রাজপথে নামেনি। এজন্য এই অঞ্চলের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। গালিবুর রহমান শরীফ এমপি বলেছেন, অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পাঁয়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে জঙ্গিবাদী শক্তি বিএনপি জামায়াত খুশি হয়। তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কীভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত। সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে। এসময় গণমাধ্যমে ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় জন্য দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান গালিবুর রহমান শরীফ এমপি। ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার ও পৌর মেয়র ইছাহক আলী মালিথা।  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি কে এম আবুল বাসার, খোন্দকার মাহবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সেলিম সরদার, মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য আ ত ম শহীদুজ্জামান নাসিম ও সাবেক সহ-সভাপতি সহকারী অধ্যাপক হাসানুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর