সোমবার দুপুরে (১৫/০৭/২০২৪ ইং) পাবনা সদর উপজেলার লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশ থেকে প্রায় ৫৮ বছর বয়সি অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে ্ঐ ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। এলাকার সবাই মানসিক ভারসাম্য ভেবে খাবার দিতেন। ঠিকানা জানতে চাইলে অবাক দৃষ্টিতে চেয়ে থাকতেন। হঠাৎ গতকাল সকালে স্থানীয়রা লস্করপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গোল চত্বর মহাসড়কের পাশে জ্ঞানহীনভাবে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তর জন্য মর্গে পাঠান।
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি রওশন আলম মুঠো ফোনে বলেন, এখনোও পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। লাশ মর্গে রাখা হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আজই ময়না তদন্ত শেষে লাশের সৎকাজের জন্য স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।