পাবনার আটঘরিয়া উপজেলায় তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ শুভ উদ্বোধন করেন
পাবনা-৪, (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ গালিব।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
সোমবার(১৫ জুলাই) বিকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ সজীব আল মারুফ।
বিশেষ অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, দেবোত্তর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, ওসি আমিনুল ইসলাম প্রমুখ।
উক্ত কৃষি প্রযুক্তি মেলায় ১৭ টি স্টল বসানো হয়েছে। ১১শ কৃষকের মাঝে ধানের বীজ, ডিএপিসার, এমওপি সার বিতরণ করা হয়েছে।