নাটোরের গুরুদাসপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলায় বিয়াঘাট ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে চাপিলা ইউনিয়ন একাদশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এরআগে খেলাটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এবং খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আহম্মদ আলী মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালমা আক্তার ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা।
টুর্নামেন্টের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন চাপিলা একাদশের মো. অন্তর এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিয়াঘাট একাদশের মো. তুষার। খেলাটি এবি সিদ্দিকের মনোমুগ্ধকর ধারাভাষ্যে আরো প্রাণবন্ত হয়ে উঠে।