মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

ই-পেপার

পল্লী বিদ্যুতের রিডিং সংগ্রহ বন্ধ করে আন্দোলনে পবিস-১ এর কর্মকর্তা-কর্মচারীরা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা।
বিদ্যুৎ সেবা চালু রেখে এ কর্মসূচি পালন করলে আন্দোলনের দশম দিন বুধবার (১০ জুলাই) থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও বিতরণ সেবা বন্ধ করে দিয়েছে পাবনা পল্লী বিদ্যুত সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ জুলাই) চাটমোহরে অবস্হিত সমিতির প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে পাবনা পল্লী বিদ্যুত সমিতিতে গ্রাহকের রিডিং গ্রহণ ও বিল বিতরণকারী মিটার রিডার কাম মেসেঞ্জাররা তাদের রিডিং বই ও কল সেন্টারের মোবাইল ফোন এবং সিম গুলো পবিস-১ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. শফিউল আলম এর নিকট জমা করেন এবং তারা রিডিং গ্রহণ করবেন না এবং বিল বিতরণ করবেন না বলে জানিয়ে দেন। সকলের পক্ষ থেকে পবিস-১ এর সকল কর্মকর্তা-কর্মচারীরা জিএম শফিউল আলমকে এই আন্দলনে অংশ গ্রহন করার জন্য আহবান জানান। তারা জানান দু-একদিনের মধ্যে ভালো কিছু দেখতে না পেলে গণ ছুটির মতো আরও কঠোর কর্মসূচিতে যাবে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা।‌
পল্লী বিদ্যুতের কর্ম বিরতিতে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, যদি সময় মতো রিডিং গ্রহণ না করেন এবং বৈদ্যুতিক বিল বিতরণ না করেন তাহলে গ্রাহকদের বিল পরিশোধে জটিলতা সৃষ্টি হবে এবং গুনতে হবে বিলম্ব মাশুলের অতিরিক্ত ফি। তাদের দাবি, যেহেতু আরইবির কারণে আজকের এই অচলাবস্থা তাই রিডিং এবং গ্রাহকের বিদ্যুৎ বিল সংক্রান্ত সকল দায়ভার আরইবিকেই বহন করতে হবে।
এসময় বক্তব্য রাখেন, আটঘরিয়ার (ডিজিএম) মো. আশরাফুল হক, সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) মো. সুহেল আখতার, এজিএম (ইএন্ডসি) সুফিয়া আমির, জুনিয়র ইন্জিনিয়ার সৈয়দ মাহমুদ, এলটি মোশারফ হোসেন, মিটার রিডার কাম ম্যাসেন্জার, মোয়াজ্জেম হোসেন, লাইনক্রু সাদ আহমেদ, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, লাইন ম্যান সাজেদুর রহমান, মিটার রিডার কাম ম্যাসেন্জার শ্রীকৃষ্ণ
প্রমুখ।
এসময় আরো উপস্হিত ছিলেন, দাশুড়িয়া জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন, ভাঙ্গুড়া জোনাল অফিসের ডিজিএম মো. মোজাম্মেল হক, এজিএম (আইটি) সামিরুল ইসলাম, এজিএম (অর্থ) সিরাজুল ইসলাম, এজিএম (ওএন্ডএম) ইসরাফিল আলম মিলন, এজিএম (ওএন্ডএম) রউফুজ্জামান, এজিএম (ওএন্ডএম) হাফিজুর রহমান, এজিএম (ওএন্ডএম) আলহাজ উদ্দিন, এজিএম (এইচ আর) কুদরত-ই ইলাহী, ফরিদপুর সাব-জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো. মনির হোসেন, সহকারী জুনিয়র ইন্জিনিয়ার মো. নাছিরুল হক, আটঘরিয়ার ইসি মোস্তাক আহমেদ, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, লাইনম্যান সাজেদুর রহমান সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর