সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অন্তবর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করবে এটাই জনগণের প্রত্যাশা- নূরুল ইসলাম বুলবুল সাতক্ষীরার স্থানীয় ই-কমার্স হাটকরো (hatkoro.com)আনুষ্ঠানিকভাবে শুরু ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের স্বচ্ছতায় শৃঙ্খলা ফিরেছে স্থলবন্দরে, বাড়ছে এক্সপোর্ট ও রাজস্ব সময় টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন নাগরপুরে সাবেক মন্ত্রীর মতবিনিময় সভা ডাঃ মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ  বাগেরহাটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা পিতর দাসের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনায় অষ্টম দিনের মতো চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৬:০২ অপরাহ্ণ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়সহ ৩টি জোনাল অফিস ও একটি সাব-জোনাল অফিস, এরিয়া অফিস ও অভিযোগকেন্দ্র সহ ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

 

সোমবার (৮ জুলাই) অষ্টম দিনের মতো চলছে কর্মবিরতি। গত (১ জুলাই) সকাল থেকে সারাদেশের ন্যায় পাবনা পল্লী বিদুৎ সমিতি-১ এর কর্মবিরতি পালন শুরু হয়।

 

তবে জরুরী গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে গত সোমবার (০১ জুলাই) থেকে এ কর্মসূচি চলছে।

 

আন্দোলনকারীদের অভিযোগ, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ৩ কোটি ৭০ লক্ষ সংযোগের মাধ্যমে প্রায় ১২ কোটি বিদ্যুত সুবিধাভোগী মানুষ। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ-সুবিধা হতে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।

 

একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদ-পদবি, বেতন-ভাতা, বোনাসসহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। শুধু তাই নয়, বিআরইবির অদক্ষতা ও নিম্নমানের সামগ্রীর কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। বিতরণ লাইনে ব্যবহৃত নিম্নমানের মালামালের জন্য উত্তম গ্রাহকসেবা নিশ্চিত করা সম্ভব হয় না।

 

জানা গেছে, গত ৫ জুলাই সারাদেশের ৮০টি পল্লী বিদুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের বৈঠক বিফলে গেছে। এর পরিপ্রেক্ষিতে অষ্টম দিনের মতো সোমবার পাবনা পল্লী বিদুৎ সমিতি-১ চাটমোহরে অবস্হিত প্রধান কার্যালয়ের সামনে কর্ম বিরতি সহ আন্দোলন চলছে। তাদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) থেকে মুক্তি নিয়ে এক ও অভিন্ন সার্ভিস কোড, অনিয়মিতদের নিয়মিত চাকরি ও সকল লাইনম্যানদের ২৪ ঘন্টা কাজের বদলে আট ঘন্টা কাজের জন্য তাদের এ মুক্তির আন্দোলন।

 

কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীগণ আরইবির দুর্নীতির মাধ্যমে ক্রয়কৃত মিটার, ইনসুলেটর, ট্রান্সফরমার, লাইটনিং এরেস্টার সহ নিম্নমানের মালামাল দিয়ে বিদ্যুৎ লাইন তৈরি করায় সামান্য ঝড় বৃষ্টিতেই লাইন নষ্ট হয় এবং পুনরুদ্ধার করতে প্রচুর সময় লাগে। ফলে গ্রাহক হয়রানি বৃদ্ধি সহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সরকারের পক্ষে কোনো আশ্বাস না পাওয়ায় চলমান কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।

 

এসময় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার এজিএম (আইটি) সামিরুল ইসলাম, এজিএম (এইচ আর) কুদরত-ই ইলাহী, জুনিয়র ইন্জিনিয়ার মো. হাসানুজ্জামান, লাইন টেকনিশিয়ান আক্তার উদ্দিন, বিলিং সহকারী লাভলী ইয়াসমিন, মিটার রিডার কাম ম্যাসেন্জার মোয়াজ্জেম হোসেন, লাইন শ্রমিক মেহেদী হাসান শুভ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর