ফিরিয়ে দাও বাংলার স্বাধীনতা আমাকে,
অমর শহীদদের কে খুঁজিয়া আনবো,
তবুও তোমাদের কে নিয়ে আমি
বাংলার আল পথে চলবো।
মরের কানুনে তৃপ্তে সুধায় তাঁরা,
আমার কথায় আসবে তাঁরা চলে,
তাদের এই অবিনশ্বর আত্মা
বৃথা যাবে না গঙ্গার জলে।
বঙ্গ বীরের মন্ত ধ্বনি দিয়েছে
আমায় উদাস করে,
আমার বিনয়ে আসবে তাঁরা
শুধু বঙ্গ প্রেমের তরে।
স্তব্ধ নিশিতে সন্ধ্যার সমীরে
শুনতে পাই তাদের বাণী,
প্রতিক্ষায় আছে বসে বঙ্গ মূর্তিতে,
ফিরিয়ে দাও স্বাধীনতা আসবে বলে জানি।
আমি দেখিবো বঙ্গ নক্ষত্রের মুখ
সন্ধ্যার পরে উঠিবে যে নব তারা,
ফিরিয়ে দাও স্বাধীনতা চলে যাবো
নবীন তারায় আছে যারা।