সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে ৪/০৪/২০২৪ ইং তারিখ শনিবার সন্ধ্যার পরে। এলাকাবাসী জানায়, শনিবার রাতে মৃত শহর আলীর পুত্র
আফসার ও আজিজের বাড়ির জমি জায়গার সংক্রান্ত বিষয় নিয়ে সালিশী বৈঠক বসে।সেই বৈঠকে র্যাব সদস্য আজিবার রহমান কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে।তখন রড় ভাই কসাই আফসার তার আপন ছোট ভাই র্যাব সদস্য আজিবর রহমানকে গরু কাটা কুপা দিয়ে সালিশী বৈঠকের মধ্যেই এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে। শনিবার রাতেই আজিবার কে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল নিলে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন লাইফ সার্পোর্টে থাকার পর আজ সোমবার রাত একটার দিকে মারা যায়।
এ ঘটনার পর থেকেই তার আপন ভাই কসাই আফসার পলাতক আছে। র্যাব সদস্য আজিবর রহমানের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সহ সুশীল সমাজ কসাই আফসার কে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন।