জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের বডির বিশেষ বাক্স থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব-১৪-এর একটি টিম। এ সময় তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪-এর সদস্যরা। ৩০ এপ্রিল দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলো মো: আনারুল, আব্দুর রেজ্জাক ও ইউনুস আলী।জানা যায়, মিনি পিকআপের (ছোট ট্রাক) বডি তল্লাশী করে ১২টি প্যাকেটে ২৪ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের সিপিসি-১-এর সদস্যরা।জামালপুর র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদেট ভিত্তিতে খবর পেয়ে ঢাকা মেট্রো-ন ১৮-১৬০৬ নম্বরের একটি মিনি ট্রাকে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশী করে র্যাবের একটি টিম। এ সময় ট্রাকের বডিতে বিশেষ বক্স থেকে ১২টি গাঁজার প্যাকেট উদ্ধার করে।