দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা কালে দরিদ্র ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দেওয়ার পাশাপাশি এখন অসহায় মানুষের ঘর তৈরীতে ঢেউটিন বিতরণ করছে রুহিয়া মানবতার ভান্ডার নামে সংগঠনের কর্মীরা।
সোমবার সকালে তারা সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের এক অসহায় বিধবার মাথা গোজার ঠাই নিমার্নে নিজেদের অর্থে এক বান্ডিল ঢেউটিন কিনে দেয়।
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা এলাকার স্কুল কলেজের ৮/১০জন শিক্ষার্থী মানবতার ভান্ডারের ব্যানারে এলাকার দরিদ্র কর্মহীন ও অসহায় মানুষদের বাড়ি বাড়ি পৌছে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করছে।‘আমরা যাবো দ্বারে দ্বারে,কেউ থাকবে না অনাহারে’ এই শ্লোগান বুকে ধারণ করে নিজেরা চাঁদা দিয়ে নিরন্ন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন দীর্ঘ দেড়মাস যাবত।