শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ই-পেপার

জামালপুরের বকশীগঞ্জে পৌর মেয়রের অফিসে হামলা

জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ

জামালপুরের বকশীগঞ্জ পৌর সভার নবনির্বাচিত মেয়র মোঃ ফখরুজ্জামান মতিনের পৌর শহরের বাসস্ট্যান্ডে ব্যাক্তিগত অফিস ভাংচুর করেছে একদল দুর্বত্ত। এ ঘটনায় মেয়র ফখরুজ্জামান মতিনের অভিযোগ নির্বাচনীয় হিংসার বহিঃপ্রকাশ হিসাবে সাবেক মেয়র নজরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ব্যাক্তিগত অফিসে হামলা, এসময় অফিসের সামনে রাখা ২টি মোটর সাইকেল, অফিসের আসবাবপত্র ও অফিস ভাংচুর করে।ঘ,টনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ১৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত অনুমান সাড়ে ৯:৩০ ঘটিকার সময় বকশীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। পৃথক ঘটনায় সাবেক মেয়র নজরুল ইসলামের সমর্থক আব্দুল মালেক বাদী হয়ে বর্তমান মেয়র মোঃ ফখরুজ্জামান মতিনকে ১নম্বর আসামী করে নামীয় ২৯জনসহ ৪৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। বকশীগঞ্জ পৌর সভার মেয়র ফখরুজ্জামান মতিন জানান, সাবেক মেয়র নজরুল ইসলাম চলতি বছরের ৯ মার্চের পৌর নির্বাচনে পরাজিত হয়ে সে নানভাবে আমাকে এবং আমার সমর্থকদের হয়রানি করার চেষ্টা করছে। এর অংশ হিসেবে সাবেক মেয়র নজরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১৯ এপ্রিল শুক্রবার রাতে বকশীগঞ্জ বাসস্ট্যান্ডে আমার ব্যাক্তিগত অফিসে হামলা চালায়। হামলাকারীরা আমার অফিসের সামনে থাকা ২টি মোটর সাইকেল, অফিসের আসবাবপত্র ও অফিস ভাংচুর করে। আমি অফিসে অনুপস্থিত থাকায় হামলকারীরা আমাকে হত্যা করার জন্য খোজঁখুজি এবং অশালিন ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ভাঙ্গা মোটর সাইকেল ও কিছু ভাংঙ্গা আসবাবপত্র উদ্ধার করে থানায় নেয়। আমি কাউন্সিলরদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নিবো। এব্যাপারে সাবেক মেয়র নজরুল ইসলাম জানান, আমার এক সমর্থকে পিটিয়ে আহত করেছে বর্তমান মেয়র ফকরুজ্জামান মতিনের লোকজন। এর পর তার অফিসে কে বা কারা হামলা করেছে বিষয়টি আমি অবগত না। আমার আহত কর্মী শাহীন মিয়ার মামা আব্দুল মালেক বাদী হয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অভিযোগের বাদী আব্দুল মালেক জানান, আহত ভাগিনা শাহীন মিয়া চিকিৎসাধীন রয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনা সত্য মনে করলে মামলা এফআইআর করবে। এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল আহাদ খান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত একটি মোটর সাইকেল ও ভাঙ্গা কিছু আসবাবপত্র উদ্ধার করেছে। বিষয়টির আইনগত প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর