সিলেটের জৈন্তাপুর উপজেলার টিকরপাড়া মসজিদের ইমাম হাফেজ কবীর উদ্দিনের ফজরের নামাজের ইমামতি করা হলো না। রবিবার (২১ এপ্রিল) ভোরে মসজিদের উদ্দেশ্যে রওয়ানা হন এবং লক্ষীপ্রসাদ হাওর এলাকায় বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহত ইমাম কবীর উদ্দিন (৩৫)৷ কানাইঘাট উপজেলার বড়চতুল সোনাতলা এলাকায়। তিনি একই এলাকার এবাদুর রহমানের ছেলে।
জৈন্তাপুর থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, ফজরের নামাজ পড়াতে জৈন্তাপুরের টিকরপাড়া মসজিদে যাচ্ছিলেন ইমাম হাফেজ কবীর উদ্দিন। পথিমধ্যে বজ্রপাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।