শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

পাবনার চাটমোহরে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকালে উপজেলার ধানকুনিয়া দক্ষিণপাড়া বাজার পার্শ্ববর্তী বিস্তৃর্ণ মাঠে দিনব্যাপী এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৈশাখী মাস উপলক্ষে চাটমোহর ডি.এন.এফ মানবকল্যাণ ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করেন। এ প্রতিযোগিতা দেখতে ঢল নামে বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষের। এ উপলক্ষে উৎসবের সাজে সাজিয়ে তোলা হয় ঘোড়া, দৌড়ের মাঠ ও আশপাশের এলাকাকে।

ডি.এন.এফ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে দুই দিন ব্যাপী এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগীতায় নড়াইল, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, নাটোরসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা দৌড় প্রতিযোগিতায় অংশ নেন। দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন শুক্রবার প্রায় ৫০টি ঘোড়াগুলোকে ছোট, মাঝারি ও বড় এ তিন ভাগে ভাগ করে বাছাই করা হয়। বাছাইকৃত ঘোড়া শনিবার চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ করেন। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তিন পর্বে কদম দৌড়, তিন পর্বে দাপট দৌড় ও শেষ পর্বে বিজয়ী ৩ টি ঘোড়া নিয়ে চ্যাম্পিয়ন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের ফ্রিজ, বাইসাইকেলসহ বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে আসা সিরাজগঞ্জের তাড়াশ হামকুড়িয়া গ্রামের শাজাহান আলী জানান, ঘোড়া দৌড় প্রতিযোগিতা আমাদের গ্রাম বাংলার লোকজসংস্কৃতির অংশ। দিন দিন এ খেলা প্রায় বিলুপ্তির পথে। এ খেলা দর্শককে খুব
আনন্দ দেয়।

এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বড়াইগ্রাম, গুরুদাসপুর, তাড়াশ ও উল্লাপাড়ার অনেক গন্যমান্য ব্যক্তি সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতায় পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর সহ বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com