সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের স্বেচ্ছাসেবী “তারুণ্যের পথ চলা সংগঠন” গত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে এলাকার গরিব,দু:স্থ,বিধবা ও ছিন্নমুল মানুষদের চিকিৎসা সহায়তা,শীত বস্ত্র বিতরণ,ঈদ সামগ্রী বিতরণ,ইফতার মাহফিলসহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বাদ আছর ঝাউল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার হতদরিদ্র রোজাদার নারী-পুরুষদের হাতে ঈদ উপহার বা ঈদ বাজারের ১ টি ব্যাগ তুলে দেন।ঝাউল গ্রামের একঝাঁক উদীয়মান তরুণ সমাজের গড়া আর্ত মানবতার কল্যাণে সম্পুর্ণ অরাজনৈতিক ও অলাভজনক একটি সংগঠন। গ্রামের অসহায়,এতিম,গরিব,বিধবা ও দিনমজুরদের খুজে তালিকা করে তাদের মুখে হাসি ফুটাতে বিতরণ করেন এ ঈদ সামগ্রী।ঈদ সামগ্রীর ব্যাগে ছিল,পোলার চাল,আলু,পেয়াজ,মরিচ, তেল,লবণ,লাচ্ছা,চিনি,সেমাই,হুইলের গুড়া,ডাল,সাবান,দুধের প্যাকেট ইত্যাদি। পবিত্র ঈদুল ফিতরের ঈদ বাজার বিতরণ অনুষ্ঠানটি ফরহাদ রেজার কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি ফরিদুল ইসলাম।সার্বিক আলোচনা করেন,সাধারন সম্পাদক মানিক মিয়া।ইফতার পুর্ব আলোচনায় আরও বক্তব্য রাখেন,সদস্য আশেক এলাহী,আহবায়ক আব্দুল্লাহ কণিক,উপ সহ: প্রকৌশলী নজরুল ইসলাম,শিক্ষক আবদুস ছালাম,উপদেষ্টা ও সহকারি অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সহ সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম।শেষে উপস্থিত সবাইকে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করা হয়।