নিজস্ব প্রতিবেদক:
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ‘২৯ বীর’ পঞ্চগড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ৫০টি দরিদ্র পরিবারকে তাদের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। ২৯ বীরের লে. ইনজামাম স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে ‘পঞ্চগড় দেশ প্রতিদিন স্কুল’ -এর ১৮২ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে থেকে ৫০টি দরিদ্র পরিবারকে বাছাই করেন। পরে গত শনিবার ক্যাপ্টেন গালিব এবং লে. ইনজামাম এসব শিশুদের বাসায় বাসায় ত্রাণের প্যাকেট পৌঁছে দেন।
সেনা সূত্র জানায়, এই কার্যক্রম ২৯ বীরের জুনিয়র অফিসারদের জন্য বিশেষ অভিজ্ঞতা। কোভিড ১৯ প্রতিরোধে ‘অপারেশন্স-২০’ চলাকালে তারা তাদের আনন্দ ও খুশি এই উপহার বিতরণের মাধ্যমে পঞ্চগড়ের শিশুদের সাথে ভাগ করতে পেরেছে।
উল্লেখ্য, পঞ্চগড় জেলার সমাজকল্যাণ অধিদপ্তরের তালিকাভুক্ত মোট দুই হাজার ৯৩০ জন প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে। এদের মধ্য প্রায় ৩০ শতাংশ অর্থাৎ প্রায় একহাজার শিশু দরিদ্র পরিবারের। পঞ্চগড় দেশ প্রতিদিন স্কুল সদর উপজেলায় ১৮২ জন বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের দেখাশোনা করে।