শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ৭:৩৫ অপরাহ্ণ

ঈদের কেনাকাটায় ব্যস্ত চাটমোহরবাসী, ঈদের দিন যত এগিয়ে আসছে ভিড় ততই বাড়ছে শপিং মার্কেট গুলোতে। চলনবিল অধ্যুষিত এই উপজেলার সিংহভাগ মানুষই কৃষিজীবী ও শ্রমজীবী। বিগত বছরের তুলনায় এবার সরিষা, রসুন ও পেয়াজ ভালো ফলন ও বেশি দাম পাওয়ায় তাঁরা ঈদের অনেক আগেই কেনাকাটা শুরু করেছেন। এখন শপিং মার্কেট গুলোতে উপচে পড়া ভিড় পড়ছে। পোশাকের সঙ্গে জুতো কেনা, কেউ প্রসাধণী সামগ্রী, টুপি-আতর কিনছেন। বুধবার (৩ এপ্রিল) উপজেলার নতুন বাজার সরদার নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, ক্রেতাদের উপচে পড়া ভিড়।

দেখা গেছে পুরো পরিবার নিয়েই অনেকে হাজির হয়েছেন শপিং মার্কেটে। চাটমোহর বাস স্ট্যান্ড এলাকার মোঃ হযরত আলী বলেন, পরিবার নিয়ে এসেছি একদিনেই ঈদের কেনাকাটা শেষ করব বলে ঠিক করেছি।

মোঃ হযরত আলী বলেন, আমার জন্য পাঞ্জাবী-পা জামা, শার্ট আর প্যান্ট কিনেছি। স্ত্রী ও সন্তানের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি, এখন জুতা কিনতে জুতার মার্কেটের দিকে যাব”।

সরদার নিউ মার্কেটের আল মদিনা বস্ত্র বিতানের প্রোপাইটর আলাউদ্দিন বিশ্বাস বলেন, ‘গতকালের চেয়ে আজ বিক্রি বেড়েছে। বেশি বিক্রি হচ্ছে পাঞ্জাবী, শাড়ি, লুঙ্গী ও থ্রীপিচ। সন্ধ্যার পর বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন তিনি’।

ফারিয়া ফ্যাশন এর মালিক মোঃ আব্দুল জলিল বলেন, ছেলেদের প্যান্ট ও পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। এখন থেকেই রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখা হচ্ছে, আজ ক্রেতাদের ভিড় অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর