সিরাজগঞ্জের সলঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ভিজিএফ এর চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ এপ্রিল) ৮ নং সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন,ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার। ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের মোট ২ হাজার ৮৩০ জন সুবিধাবঞ্চিত পরিবারকে ১০ কেজি করে মোট ২৮,৩০০ মে: টন চাল সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়। চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভুমি) কর্মকর্তা, উপ সহকারি কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর)গণ সহ নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য,শেষে কিছু কার্ড বহির্ভুতদের ব্যক্তিগত তহবিল হতে অর্থ দিয়ে অসহায়দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।