সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে ৷বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়ের আয়োজনে চৌহালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয় ৷
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন সরকার। এতে উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আতিকুর রহমান,ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, চৌহালী থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, উপজেলা কৃষি অফিসার মাজেদুর রহমান, চৌহালী প্রেসক্লাব সভাপতি ইদ্রিস আলী, সাবেক সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লা, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হযরত আলী মাষ্টার প্রমুখ। এছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন ৷
সভায় উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান।