সিরাজগঞ্জের চৌহালী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ ২০২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে চৌহালী সরকারি কলেজ মাঠ শহীদমিনারে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে, সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির, শহীদের স্মরণ পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার ওভিডিপি, স্কাউট, গার্লস গাইড, স্কুল, কলেজ, মাদরাসা, শিক্ষা ও সামাজিক সংগঠন, শিশু কিশোর সংগঠন, ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ ও সালাম, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা, বর্নাঢ্য র্যালী, দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা, ইফতার পরিবেশ, জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত, ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাস্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক সরকার। উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ ওসি শ্যামল কুমার দত্ত, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার রফিকুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার সাব্বির সিফাত, কৃষি বিদ মোবারক হোসেন, ডা, জান্নাতি, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ হযরত আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আতাব উূ্দিন, জিন্নাহ, খুচরু ও পরিবার পরিকল্পনা অফিসার গিয়াসউদ্দিন প্রমুখ। এতে সরকারি দপ্তর প্রদান, মুক্তি যোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থীরা।