সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের খোজা খালী গ্রামে বৃহস্পতিবার দিনমজুরীর আয়ে সংসার চালানো মোক্তার হোসেনের বসতঘরসহ আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। বেলা এগারোটার দিকে ঘরের বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে আগুনে ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গরীব পরিবারের মোক্তার হোসেন বলেন বসতঘরে তালা লাগিয়ে স্ত্রীকে সাথে নিয়ে মাঠে কাজ করতে গিয়েছিলেন। এসময় আগুন লেগে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। তার ধারণা বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিটে আগুন লেগে তার ক্ষতি হয়েছে। প্রায় দুই লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়ে গেছে বলে জানান। তিনি বাড়ীর পাশে একজনের বাড়ীতে থাকছেন।
এ খবর পেয়ে র ই মানিক সেই গরীব অসহায় পরিবারের কাছে ছুটে যান। বাঙ্গালা ইউনিয়নের খোঁজা খালী গ্রামের আগুনে বসতঘর পুড়ে যাওয়া মোক্তার হোসেনের বাড়ীতে গিয়ে পোড়া সব কিছু দেখেন। তাকে একটি বসতঘর করে দেবেন বলে জানান। এ সময় তার সাথে সাংবাদিক সাহারুল হক সাচ্চু , আল মাহমুদ ও আমিনুল ইসলাম ছিলেন। র ই মানিক বলেন কম দিনের মধ্যেই বসতঘর নির্মাণ করে দেবেন।