সিরাজগঞ্জের চৌহালীতে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ৷
রবিবার(১৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে অনুষ্ঠানের সূচনা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের তোরা ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলণের মধ্য দিয়ে। পরে র্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার ৷ আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত,প্রাণি সম্পদ অফিসার ডা, রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলী, প্রকৌশলী সিরাজুল ইসলাম, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, কৃষি মোবারক হোসেন, প্রাণি সম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ জান্নাতি খাতুন, সোহেল রানা, তামান্না হক, বীর মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন, ও জিন্নাহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও মিডিয়ার সাংবাদিকগন।
বাদ যোহর বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় ৷ শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সব শেষে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।