পাবনার ঈশ্বরদীতে শ্যালোর ইঞ্জিন চালিত স্ট্যায়ারিং গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওষুধ কোম্পানির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান (৩৫), মারা গেছে।
আজ সোমবার (১১ মার্চ) সকালে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরদী রেঁনেসা ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান বাঘার বাজুবাঘা নতুন পাড়ার শহিদুল ইসলামের ছেলে। তিনি অ্যাপেক্স ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে ঈশ্বরদীতে কর্মরত ছিলেন। নিহতের পারিবারিক ও থানা সূত্র মতে জানা যায়, সকালে নিজ বাড়ি বাঘা থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল ঈশ্বরদীতে আসতে ছিলেন। অপরদিকে ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে একটি স্ট্যায়ারিং গাড়ি লালপুরের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে মোস্তাফিজুর গুরুতর আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, দূর্ঘটনায় মোস্তাফিজুর রহমান মাথায় বড় ধরনের আঘাত পান। সেই কারণে প্রচন্ড রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ মিনিটের মধ্যেই মারা যান। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত স্ট্যায়ারিং গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। স্ট্যায়ারিংয়ের চালক পলাতক রয়েছেন।