শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে বিদেশী পিস্তল গুলিসহ যুবক আটক 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে বিদেশী পিস্তলসহ শাহরিয়ার আজাদ উৎসব (১৯) নামের এক যুবককে আটক করেছে সিপিসি-২, র‌্যাব-১২, পাবনা। গত  রোববার (১০ মার্চ) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা থেকে আওতাপাড়াগামী আধাপাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. শাহরিয়ার আজাদ উৎসবের কাজ থেকে একটি (৭.৬২ এম এম) বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ভর্তি  একটি ম্যাগাজিন, একটি মোবাইল সেট, দুটি সীমকার্ড ও নগদ ১৮৫/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত মো. শাহরিয়ার আজাদ উৎসব ঈশ্বরদীর বাঁশেরবাদা স্কুলপাড়ার মো. আজাদুর রহমানের ছেলে। র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান জানান, আটককৃত শাহরিয়ার আজাদ উৎসব দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে অবৈধ অস্ত্র দেখিয়ে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার জন সাধারণকে ভয়ভীতি প্রদান করে আসছিল। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে একজনকে পলাতক দেখিয়ে দুজনের নামে অস্ত্র মামলা দায়ের করেছে। অস্ত্রসহ আটক শাহরিয়ার আজাদ উৎসবকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর