আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ মার্চ রবিবার সকাল ৯ টায় কোরান তেলওয়াত এর মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধন করেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এডভোকেট শাজাহান আলী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম,
জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, বিশিষ্ট সমাজ সেবক মানিক মুনসুর। পৃষ্টপোষকতায় ছিলেন ব্যারিস্টার ইকবাল হোসেন বাদশা। সার্বিক তত্ত্বাবধানে প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
ক্রীড়া পরিচালনায় ছিলেন বাকি বিল্লাহ, এসএম শহিদুল্লাহ, রবিউল ইসলাম, এজাজুল হক, নাসরিন আক্তার। মোট ৬২ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।