সিরাজগঞ্জের সলঙ্গায় সিরাত ফাউন্ডেশনের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, কোরআন তেলাওয়াৎ, হামদ নাত, ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শিশু কিশোরদের ইসলামী সংস্কৃতিকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গতকাল সকালে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে সিরাত ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আব্দুল গাফফারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সহকারী অধ্যাপক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড.খ.ম.আব্দুর রাজ্জাক।,অবসরপ্রাপ্ত ইন্সট্রাক্টর জনাব ফজলার রহমান,জুম ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী কে.এম.আমিনুল ইসলাম হেলাল, এস.এম .ফারুক হায়দার, প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের চীপ এডমিন শাহ আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিচারক হিসেবে ছিলেন, মাও: আব্দুল গফুর, সহকারী অধ্যাপক ড. জহুরুল ইসলাম ও সহকারী অধ্যাপক জনাব বেলাল হোসেন। সলঙ্গা থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও মসজিদের ইমামগণ এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।বিজয়ীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়েছে।