শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 

আটঘরিয়া (পাবনার) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ

আটঘরিয়ার রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য মোঃ গালিবুর রহমান শরীফ।
সকালে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাদিউল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বেলায়েত আলী মল্লিক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে ও
প্রধান শিক্ষক মোঃ মাহবুব হাসানের আমন্ত্রণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, কচুয়ারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম, সরাবারিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী প্রমুখ।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৫টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।ক্রীড়া পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  সহকারী প্রধান শিক্ষক এস এম বজলুর রহমান। ক্রীড়া পরিচালনা করেন শরীরচর্চার শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম। ধরাবর্ণনা দেন মোঃ আলী আশরাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর